চট্টগ্রাম মহানগর বিএনপির ২২ নেতাকর্মী খালাস।

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
নগরীতে নাশকতার এক মামলায় বিএনপির নেতাকর্মীদের খালাস দিয়েছেন আদালত। ওই মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ ২২ জন আসামি ছিলেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ খাইরুল আমীন এই রায় ঘোষণা করেছেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সাবেক মহানগর পিপি এডভোকেট আবদুস সাত্তার বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় আনা নাশকতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে খালাস পেয়েছেন আসামিরা। উল্লেখ্য, ২০১২ সালের ১৩ মে বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ চলছিল। ওই সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জোটের নেতাকর্মীরা। এর জেরে নগরীর খুলশী থানার ইস্পাহানির মোড়ে আমিন সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় শাহ আলমসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে খুলশী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা নাসিমন ভবনের সামনে সংঘর্ষের বিষয়টি মোবাইলের মাধ্যমে প্রচার করে আমিন সেন্টারের সামনে এবং নগরীর বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এবিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান, এ মামলায় পুলিশ ১৯ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল। অভিযোগপত্রে এজাহারভুক্ত ও গ্রেপ্তার তিন আসামিকে মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করে পুলিশ। কিন্তু আদালত পুলিশের আবেদন নামঞ্জুর করে ১৯ জনের সঙ্গে ওই তিনজনসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here