চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টফিক সোসাইটি’র বিজ্ঞান বিচিত্রা প্রদর্শনী অনুষ্ঠিত!

সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি সিইউএসএস’র উদ্যোগে অদ্য ২০ মার্চ সোমবার বিজ্ঞানীদের জীবনী সম্বলিত প্রদর্শনী ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র সহযোগিতায় ফোর-ডি মুভি বাস ও ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র সভাপতি মিনহাজুর রহমান শিহাব’র দিনব্যাপী চলা প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সিইউএসএস’র উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, প্রফেসর ড. লায়লা খালেদা, সাবেক সভাপতি হোছাইন মোহাম্মদ বায়েজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি, সহ সাধারণ সম্পাদক সৈয়দ জাওয়াদ হোসেন প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র কিউরেটর মাসুদুর রহমান’র নেতৃত্বে গ্যালারী সহকারী আরাফাত আলিসহ ৯ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।

প্রদর্শনীতে বিজ্ঞানীদের জীবনী নিয়ে প্রবন্ধ রচনা ও ছবি ইলাস্ট্রেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান শিক্ষাকে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তুলতে সিইউএসএস এর ব্যতিক্রমি উদ্যোগ প্রশংসনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here