আব্দুল করিম চট্রগ্রাম মহানগর:
চট্রগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ মোঃ জুনাইদ(২৮) ও মোঃ ইসমাঈল(২৭) নামের ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, বুধবার ৩০ অক্টোবর সকাল ৮:৩০ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই শরীফ রোকনুজ্জামান, এএসআই দাউদ খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় অভিযান চালায়। এসময় ২৭০ পিস ইয়াবাসহ মোঃ জুনাইদ ও মোঃ ইসমাঈলকে গ্রেফতার করা হয়।