আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম ওয়াসার কর্তৃক পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং এই প্রস্তাব সরকার কর্তৃক গ্রহণ না করার দাবিতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গণজমায়েত কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে গণ অধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘চট্টগ্রাম ওয়াসা গত সাত বছরে ৭ বার পানির দাম বাড়িয়েছে। মাত্র ৬ মাস আগেও ওয়াসা পানির দাম বাড়িয়েছিল। ওয়াসা আইন অনুযায়ী ওয়াসা বছরে ১ বার মাত্র ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে।
আর মুদাস্ফীতি বিষয়ক কারণে বা প্রয়োজনে ওয়াসা পানির দাম বাড়াতে পারে। এই সুযোগ নিয়ে ওয়াসা পানির দাম ৬২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে; যা চট্টগ্রাম শহরের ৬০ লাখ অধিবাসীকে ভোগান্তিতে ফেলবে এবং সরকারকে জনপ্রিয়তার দিক থেকে বিপাকে ফেলবে।
গণজমায়েতে বক্তারা আরো বলেন, ‘ওয়াসার সেবার মান নিচু, শুধু তাই নয় খোঁড়াখুড়ির পর মাটি রাস্তায় ফেলে চট্টগ্রামকে ধুলো ওড়ার শহরে পরিণত করেছে, যা চট্টগ্রামবাসীকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। সেবার মান উন্নত না করে ক্ষমতার অপব্যবহার করে এই দাম বড়ানো হয়েছে।