আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে ওমরগণি এমইএস কলেজের এক শিক্ষার্থী খুন হয়েছে। নিহত শেখ জাকির হোসেন সানি (১৯) উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সহপাঠিরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত ওই ছাত্রকে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা জানা যায়নি।