চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ তিনজন আটক।

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ তিনজন আটক।

আল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃ
নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২১ আগস্ট) ভোররাতে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

আটক তিন মাদক ব্যবসায়ী হলো- মো. মনা (২২), হাসান খান (২৪) ও মো. শিহাব (৩২)। তাদের বাড়ি ভোলা, নারায়ণগঞ্জ ও রংপুর বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে কাভার্ডভ্যানে করে ভোলায় নিয়ে যাওয়া হচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here