চট্টগ্রামে মাঠ তদারকিতে ৭ ম্যাজিস্ট্রেট

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং এবং কোয়ারেন্টাইন নিশ্চিতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক এসব অভিযান পরিচালনা করেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল আলম, আবদুস সামাদ শিকদার, এহসান মুরাদ, কাজী তাহমিনা শারমিন, আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নগরজুড়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।নগরীর চান্দগাঁও, খুলশী, বাকলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। কামালবাজার এলাকায় এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় এক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পাহাড়তলী বাজার, সাগরিকা মোড় কাঁচাবাজার, হালিশহর বউবাজার, ডি ব্লক কাঁচাবাজার, আকবর শাহ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

এ সময় তিনি পাহাড়তলী বাজারে মূল্য তালিকায় তারতম্য থাকায় চালের এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।নগরের চকবাজার, বায়েজিদ, সদরঘাট, কোতোয়ালী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি তাহমিনা শারমিন অভিযান পরিচালনা করেন। এছাড়া ডবলমুরিং পতেঙ্গার চরবস্তি, বিজয় নগর, সিডিএ বাজার, হালিশহর আলিশাহ পাড়া, মহাজন ঘাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে বিজয় নগর বাজার ও সিডিএ কাঁচা বাজারের ৫ দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হালিশহর এলাকায় ভারত থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে পুকুরে মাছ ধরার সময় হাতেনাতে ধরা পড়েন এক ব্যক্তি। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here