আব্দুল করিম, চট্টগ্রামঃ
নগরীর ডবলমুরিংথেকে সরকারি বিক্রয় নিষিদ্ধ ২১ বস্তা চাউল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, পাহাড়তলী বাজারের চাউলের আড়তদার ফারুকের টি ফারুক ট্রেডার্স নামক গোডাউন থেকে বিক্রয় নিষিদ্ধ সরকরি এই চাল উদ্ধার করা হয়েছে। এসময় সরকারি চাউলের ১৫ শত খালি বস্তাও উদ্ধার করা হয়। শ্রমিকরা বলছে, এক সপ্তাহে ২০ হাজার চাউলের বস্তা এখানে খালি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাহ কাঁচা রাস্তার মুনমুন কমিউনিটি সেন্টারের গলির ভিতরে বিসিক গোডাউনে এ অভিযান চালায় পুলিশ।মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমা অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন সঙ্গে ছিলেন।