চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ মধ্যে গোলাগুলি, আটক ৬।

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ মধ্যে গোলাগুলি, আটক ৬

নগরীর খুলশী থানার দুই নম্বর গেইট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলির ঘটনায় তৈয়ব হোসেন রুবেল (৩০) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ছয় জনকে আটক করে।

শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তৈয়ব নগরীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারভেজের অনুসারীদের সঙ্গে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সন্দেহভাজন ছয় জনকে আটক করেছে বলে জানান ওসি।’

গুলিবিদ্ধ তৈয়বকে ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসা প্রদান করা হচ্ছে জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ‘৮টার দিকে তৈয়ব হোসেন রুবেলকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here