আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জাহাজ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে লাবনী লাইটারেজ জাহাজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন; কর্ণফুলী থানার পশ্চিম চরলক্ষ্যা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মোজাম্মেল (২১), সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মোহাম্মদ আলীর ছেলে হায়দার আলী (২৫), একই থানার পূর্ব মাদারবাড়ি জামাল মাঝির বাড়ির মো.হানিফের ছেলে মোহাম্মদ এরশাদ (২৪)।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে। ৩৬ নম্বর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে মোজাম্মেলের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।