রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রামে আরও ১০৭ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৭ জন; নতুন শনাক্তদের মধ্যে ৯৮ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ৭২৫ জনের মধ্যে ২২ হাজার ৯৪১ জন নগরের ও ৬ হাজার ৭৮৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৪ জন; এর মধ্যে ২৫৩ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

শেভরণে হাসপাতালে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত