নাঈম আহমেদ কপিল,
সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আলিম এর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া জানান ‘জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঐ মুক্তিযোদ্ধা শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি কাশি ও শ্বাসকষ্টসহ নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। নিহত মুক্তিযোদ্ধা বিদেশ ফেরত ছিলেন না । বিদেশফেরত কারও সংস্পর্শে আসার ইতিহাস ছিলো না। নিহত মুক্তিযোদ্ধার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে পাঠিয়েছি। করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা যায় ৭১ বছর বয়সী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আলিম রোববার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বিআইটিআইডিতে চিকিৎসা নিতে যান। সোমবার ভোরে তাকে চট্রগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অাজ বিকালের দিতে তার মৃত্যু হয়।