খায়ের আহম্মদ চৌধুরী স্মৃতি সংঘের শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুুর্ণামেন্টের উদ্বোধন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
মন মাতানো অনুষ্ঠানের মাধ্যমে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল তরুণ সংঘ কর্তৃক আয়োজিত মরহুম খায়ের আহম্মদ চৌধুরী স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুুর্ণামেন্ট “২০ এর উদ্বোধনী অনুষ্ঠান ভিংরোল তেমহনী মাঠে সন্ধ্যা ৭ টায় ভিংরোল তরুণ সংঘের সভাপতি এম.আবু বক্কর লিটন এর সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক এম.ফোরকান উদ্দীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিংরোল তরুণ সংঘের প্রধান উপদেষ্ঠা,মরহুম খায়ের আহম্মদ চৌধুরীরর সুযোগ্য সন্তান,৯ নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী আশরাফ।

উদ্বোধক মিডিয়া ব্যক্তিত্ব,দৈনিক সমকাল এর ডেপুটি ম্যানাজার বাবু সুজিত কুমার দাশ,

অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ লোহাগাড়া শাখার অপারেশন ম্যানাজার মোহাম্মদ এহেসানুল হাকিম, ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও আনোয়ারা উপজলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালকদার, আনোয়ারা কলেজের প্রাক্তন অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা আজিজুল হক চৌধুরী, মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ক্লাবের উপদেষ্ঠা আশরাফ আলী, ছত্তারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি, ও ক্লাবের উপদেষ্ঠা গিয়াস উদ্দীন কন্ট্রাক্টর, ইউপি সদস্য এম এ মালেক,মোস্তাক আহম্মদ টিপু, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন,ছত্তারহাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, ব্যাংকার ও ছত্তারহাট ক্যাবল নেটওয়াক এর পরিচালক মোঃ দেলোয়ার হোসাইন, আনোয়ারা সরকারী কলেজ এর ছাত্রলীগ নেতা মোঃ ফজলুল কাদের,৯ নং পরৈকোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় গত বারের চ্যাম্পিয়ন মোহাম্মদপুর ক্রিকেট একাদশ কে ২ উইকেটে হারিয়ে ভিংরোল ফ্রেন্ডস সোসাইটি জয়লাভ করেন।

খেলায় আম্পায়ার দায়িত্বপালনে ছিলেন ভিংরোল তরুণ সংঘের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here