ইসরাত জাহান অমি, নিজস্ব প্রতিবেদক:
বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেতা ‘নায়করাজ’ রাজ্জাককে হারানোর ছয় বছর পূর্ণ হলো আজ।২০১৭ সালের এই দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।মৃত্যুকালে এই গুনী অভিনেতার বয়স হয়েছিলো ৭৫ বছর।
তার অভিনয়ের শুরু ছোটোখাটো চরিত্র দিয়ে হলেও পরবর্তীতে ১৯৬৭ সালে নায়ক হিসেবে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘বেহুলা’ ।তিনি অভিনয়ের পাশাপাশি ছবিও পরিচালনা করেছেন। দেশের সিনেমা জগতে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছিলেন নায়করাজ। অনবদ্য অভিনয় দক্ষতার কারনে স্থান করে নিয়েছিলেন দেশের আপামর দর্শকের হৃদয়ের মনিকোঠায়।
নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে
পরিবার,বাংলাদেশ চলচিত্র সমিতি,প্রযোজক এবং চলচিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির সদস্যরা নায়করাজের স্মরণে দোয়া ও মাহফিলের আয়োজন করেছেন। ‘।