মাহফুজ আলম, কাপ্তাইঃ
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গত ১৪ জানুয়ারী মঙ্গলবার রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইচাইন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নাগরিকের ৫টি অধিকারের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের পরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে এর উন্নতি করা প্রয়োজন অনুধাবন করে স্থানীয় জনগণের কষ্ট লাঘবে আন্তরিক হয়ে কাজ করছে দেশের প্রতিটি উপজেলায়। তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণে প্রকল্প প্রদান করেন। এর মধ্যে হাসপাতালের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন ০৪ তলা ১২৫০ বর্গফুট কোয়াটার, কন্সাটেন্ট ডরমেটরী ও এমও ডরমেটরী, নার্স ডরমেটরী, ষ্টাফ ডরমেটরী, গ্যারেজ ও ড্রাইভার কোয়াটার, সাইট ডেভেলপমেন্ট, সারফেস ড্রেন, পাম্প হাউজ, ওয়াটার রিজারভার ও বৈদ্যুতিক সাবষ্টেশন স্থাপন করা হলেও অবশিষ্ট বাউন্ডারী ওয়াল, ডিপ টিউবওয়েল, গার্ডেন (ফুলের বাগান) ও গার্ডেন রক্ষার্থে গ্রিল, অসমাপ্ত সড়ক সমাপ্তকরণ কাজসমূহ অদ্যাবধি ঠিকাদার পক্ষ সম্পন্ন না করে কাজের উদ্বোধন ও আনুষ্ঠানিকতা করায় এমপি দীপংকর মনক্ষুন্ন হয়েছেন বলে তার মন্তব্যে বলেন এবং উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রীর সাথে বসে আলোচনা করে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রাইম ইন্টারন্যাশনাল এন্ড এমএ মাহামুদুন নবী জয়েন্ট ভেন্সার সংস্কার কার্য অগ্রগতির ব্যাপারে অবহিত করা হবে। অপরদিকে অনুষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, হাসপাতালের অধিকাংশ নির্মিত হলেও ডিপটিউবওয়েল স্থাপন না হওয়া দুঃখজনক। হবে এটি সহসা জেলা পরিষদের পক্ষ থেকে স্থাপন করার আশ্বাস দেন।