মাহফুজ আলম, কাপ্তাইঃ
কাপ্তাই উপজেলার ভিবিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা সহ প্রতিটি গ্রাম- এলাকায় পৌঁছে ৯ এপ্রিল প্রতি দিনের কার্য ক্রমের অংশ হিসেবে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাইকিং করার মধ্য দিয়ে পুলিশি কার্যক্রম চলমান রেখেছে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার যাতে রোধ করা যায় সেই লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান তিনি।
আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে তারা ওই প্রচারণা চালায়। এ সময় সেনা সদস্যরা হাট বাজারে অহেতুক জড়ো না হতে এবং হাঁচি, কাশি, সর্দি হলে মাস্ক,রুমাল,টিস্যু ব্যবহার করার অনুরোধ করেন।