রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কাপ্তাইয় রাইখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
কাপ্তাই উপজেলার-২নং রাইখালী ইউনিয়নে ১৯ সেপ্টেম্বর কাজীপাড়া ও পুর্ব খন্তাকাটা এলাকায় একই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনার সংবাদ পাওয়া গেছে। জানা যায় ঐদিন পুকুরে একজন ও খন্তাকটা খালে পৃথক- পৃথক ভাবে গোসল করতে নেমে পানিতে ডুবে একদিনেই ৩কিশোর-কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১) এবং রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।নিহত তিনজনকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় বলে রাইখালী ইউপি চেয়ারম্যান এনামুল হক এ প্রতিনিধিকে নিশ্চিত করনে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত