কাপ্তাইয়ে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের কর্ম-তৎপরতা, কমেছে মানুষের অবাধ চলাচল

মাহফুজ আল, কাপ্তাইঃ
করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি এড়ানোর প্রয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও কাপ্তাই থানা পুলিশের বিশেষ কর্ম- তৎপরতায় কাপ্তাই উপজেলাধীন পাড়- মহল্লা ও সড়ক গুলোতে কমেছে মানুষের অবাধ চলাচ।

এছাড়াও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা বসে নেই, প্রতিদিন – রাত মাইকিং, বাজার মনিটরিং ও খাদ্য সামগ্রী বিতরন করনের মধ্যদিয় ব্যাস্ত সময় কাটচ্ছেন। এছাড়াও অন্য কোনো জেলা থেকে আক্রান্ত কোন লোকজন যেন পালিয়ে কাপ্তাইয়ের কোথাও প্রবেশ করতে ন পারে এব্যাপারে কড়া নজরদারিতে যৌথ বহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here