কাপ্তাইয়ে এখন ৩৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

মাহফুজ আলম, কাপ্তাইঃ
ফলোআপ নিউজ, কাপ্তাই ( রাঙ্গামাটি ) উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বিদেশ থেকে আগত প্রবাসী যাত্রীরা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

তারা সবাই করোনা ভাইরাস আক্রান্ত দেশ হতে আগমন করেছে বলে নিশ্চিত হওয়া গেছে পুলিশ, কাপ্তাই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মাধ্যমে। অনুসন্ধানে জানা যায় বিদেশ হতে আগতদের সংখ্যা এখন বেড়ে ৩৪ জন হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।

এদের মধ্যে কেউ এসেছেন ইন্ডিয়া, ওমান, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, ইউনিটেড স্টেট, ইউনিটেড কিংডম, মালেশিয়া, সুদান, মায়ানমার, কাতার।

জানা যায় গত ১ মার্চ ২০২০ ইং তারিখ হতে বিভিন্ন সময়ে বিমানযোগে বাংলাদেশে আগমন করে নিজ নিজ বাড়িঘরে ফিরেছেন।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ, কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনা বিভাগ তাদের আগমনের তারিখ হতে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহাম্মদ চৌধুরী ১৮ মার্চ বুধবার এই প্রতিনিধিকে নিশ্চিত করেন এবং বলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ে সকল কর্মচারীদের অবহিত করা হয়েছে এবং করোনা ভাইরাসের জন্য উদ্ভট পরিস্থিতি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সকলকে সতর্ক থেকে মাঠ পর্যায়ের সকল সংবাদ প্রতিদিন কন্ট্রোল রুম মোবাইল নম্বর- ০১৮১১৪৪৩৫১৬ এ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিদেশ থেকে আগত সকল ব্যাক্তিদের নিয়মিত হোম কোয়ারান্টাইন বিষয়ে পর্যবেক্ষন ও তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপডেট জানাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here