আব্দুল করিম, চট্টগ্রামঃ
করোনা ভাইরাসের প্রকোপে পুরো দেশ লক ডাউন হওয়ায় বিপাকে পড়েছে দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষ। ঠিক তখনি মানবতার সেবক হয়ে চট্টগ্রাম নগরীর ১৩নং ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম খুলশী থানা আওয়ামী লীগের আহবায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন।করোনা প্রকোপ শুরু হওয়ার পর পরই মোহাম্মদ হোসেন হিরনের ব্যক্তিগত উদ্দ্যেগে ১৩ নং ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।
তারই ধারাবাহিকতায় ৪ এপ্রিল শনিবার ওয়ার্ডের এক্স,ই,এন কলোনিতে গরীব মানুষদেরকে বিতরণের জন্য ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।এ সময় উপস্তিত ছিলেন ইউনিট আওয়ামীলীগের সভাপতি আবুবকর, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম,মজিব,রমজান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিতছিলেন।