কাউখালী নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত।

কাউখালী নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ মোঃ ইউসুফ,কাউখালী, রাঙ্গামাটি,

রাঙ্গামাটি কাউখালী উপজেলার নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে ছেলেধরা গুজবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ (২৭জুলাই),শনিবার সকাল ১১টায় নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছেলেধরা’ গুজব রক্ত নেওয়া ও অত্র বিদ্যালয়ের (জে এস সি ও এস এস সি ) পরীক্ষা র্থীদের লেখা পড়ার মান উন্নয়ন প্রসঙ্গে এ বিষয়ে সচেতনতামূলক এক অভিবাবক সমাবেশ নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাইনউদ্দীনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজগর আলী।

এই সমাবেশে উপস্থিত ছিলেন নাইল্যছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান শিক্ষক আজগর আলী, সহকারি শিক্ষক মাইনউদ্দীন, সিনিয়ার শিক্ষক মাওলানা হাচান মাহমুদ,ও অন্যান্য সহকারী শিক্ষক, ওয়ার্ড সভাপতি ইউনুছ, সাবেক ইউসুফ মেম্বার, এনাম মেম্বার,সোরাফ সওদাগর মনির, ও এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ সহ অভিভাবকগন।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা হাচান মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি দেলুয়ার হোসেন (লিডার), ও ৫নং ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন (দেলু), প্রধান শিক্ষক আজগর আলী তার বক্তব্যে বলেন কিছুদিন যাবত ছেলে ধরা ও গলা কাটা রক্ত নেওয়ার গুজব ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি অভিভাবকদের গুজবে কান না দিয়ে ও আতংকিত না হয়ে সন্তানদের ঠিক মত স্কুলে পাঠানোর জন্য আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here