মোঃ ইউসুফ,
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস কারনে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার নাইল্যাছড়ি বাজারে, আবুধাবী এই প্রবাসীর সহযোগীতায়,তত্ববধানে বাংলাদেশ আওয়ামিলীগ কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়ন সাবেক সভাপতি দেলোয়ার হোসেন (লিড়ার) অর্থয়নে আহাম্মদ ইসা আল হোসাইনী,আবুধাবী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এই এলাকায়। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ৪নং কলমপতি ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন (লিডার) নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পের এস আই মনিরুজ্জামান ও কলমপতি ৫নং ওয়ার্ড ইপি সদস্য দেলোয়ার হোসেন (দেলু মেম্বার) নেতা শাহজান,আল হজ্ব মহরম আলী,ইউসুফ মেম্বার,দিদার পিসি সহ আরো অনেক। ৬০টি পরিবারের মাঝে তার দেওয়া ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,আলু,পেঁয়াজ সয়াবিন তেল,চিনি, দুধ ও সাবান।
উদ্যোক্তা মো.মনজুরুল আলম ও মহাব্বত বলেন, ‘আমরা অনেকদিন যাবত বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করছি। করোনাভাইরাসের এই দুঃসময়েও অনেকে আমাদের কাছে সহযোগিতা চায়, যাদের একটি বড় অংশ নিম্ন মধ্যবিত্ত ও মুখ ফুটে বলতে না পারা মানুষ। তাই করোনার এই দুঃসময়ে আমরা কিছু পরিচিত মানুষের কাছে অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য বলি। আবুধাবী এই প্রবাসী হাজী ইউসুফ ওয়াজুর সহায়তা করেছেন। করোনা সংকটের কালে অসহায় মানুষগুলো যেন ঈদের দিন একটু ভালো খেতে পারে, সেজন্য ঈদ উপহার হিসেবে আমরা কিছু খাদ্যসামগ্রী দিয়েছি।