মোঃ ইউসুফ, কাউখালী:
রাঙ্গামাটি জেলার কাউখালীতে, নতুন করে এমপিওভুক্ত হলো কাউখালী ২টি মাদ্রাসা,১টি স্কুল।
এগুলো হলো: কাউখালী ছিদ্দিক-ই আকবর দাখিল মাদ্রাসা, ১নং বেতবুনিয়া ইউনিয়নের, বেতবুনিয়া মঈনুল উলুম রিজভীয়া সাঈদীয়া দাখিল মাদরাসা,
এবং ৩নং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যলয়।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় দেশের মোট ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে দাখিল পর্যায়ে ৩৫৮টি, আলিম পর্যায়ে ১২৮টি, ফাযিল পর্যায়ে ৫২টি, কামিল পর্যায়ে ২৯টি। মোট ৫৫৭টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়।
এসময় প্রধানমন্ত্রী নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানদের উদ্দেশ্য করে বলেন, যাদের এমপিওভুক্ত করা হলো তাদের এই যোগ্যতা ধরে রাখতে হবে। নীতিমালা অনুযায়ী যোগ্যতা ধরে রাখতে না পারলে এমপিও বাতিল করা হবে এবং এমপিও হওয়া সব শিক্ষক-কর্মচারীদের অভিনন্দন জানান।