মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী,
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে কর্ণফুলী নদীর নগরের কোতোয়ালি থানার ইয়াকুবনগরের লইট্টা ঘাট থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মিজানুর রহমান চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৩ বছর। গায়ের রং শ্যামলা। পরনে কালো রঙের জিনসের প্যান্ট রয়েছে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।