কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অ-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন!

নিজস্ব সংবাদদাতা,
কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের এই টুর্নামেন্টের ফাইনালে চরলক্ষ্যা একাদশ এবং বড়উঠান একাদশ প্রতিদন্দ্বীতা করে। খেলায় চরলক্ষ্যা ইউনিয়ন একাদশকে ২ -০ গোলে হারিয়ে জয়লাভ করে বড়উঠান একাদশ।

কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান ফারুক চৌধুরী। এসময় বিজয়ী এবং পরাজিত উভয়দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্ট সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ দেন উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণফুলী উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি,টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী,কো-চেয়ারম্যান সোলাইমান তালুকদার, কো-চেয়ারম্যান এম মহিউদ্দিন মুরাদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা আক্তার নিশি, বড় উঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রেফারি মুছা আদর্শ, উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, বাচাই কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ, কোচ এম এ রহিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ, উপজেলা ক্রীড়া সংস্থার টেকনিক্যাল ডাইরেক্টর মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here