মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

‘করোনেশিয়ান’ ২০২০ ব্যাচের ছাত্ররা অনুদান দিল ফটিকছড়ি কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালে

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারী ভাইরাসের কবলে বাংলাদেশ। দিনকেদিন যেমন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তেমনি লম্বা হচ্ছে লাশের সাড়ি। রয়েছে চিকিৎসার ঘাটতি, নেই প্রয়োজনমত শয্যা ব্যবস্থা।

এমতাবস্থায় বর্তমান পরিস্থিতির কথা ভেবে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ফটিকছড়ি পৌরসভাস্থ ২০ শয্যা হাসপাতালকে কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালের রূপান্তরের সিন্ধান্ত নেন এবং যার গুরুদায়িত্ব পালন করছে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন। তবে সরকারি কোন সহায়তায় নয় সাধারণ জনগণের টাকায় গড়ে উঠবে এ হাসপাতাল। যে কথা সেই কাজ, হাসপাতাল গড়ার কথা শুনেই ফটিকছড়ি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছোট-বড় নানা শ্রেণি পেশাজীবি মানুষ এগিয়ে আসছে।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছে ফটিকছড়ি করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাজিদ, রাকিব, সানিম, তাজিদ ফাহিম, জিসান, মনির, সাইমন হাসান প্রমুখ। নিজের টিফিন খরচ বাচিয়ে ছোট ছোট সংখ্যায় জমানো ৯হাজার টাকা দিল কোভিট-১৯ বিশেষায়িত রূপান্তরে।

মঙ্গলবার (৭জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নিকট এ টাকা হস্তান্তর করেন সাজিদ, রাকিব, সানিম, তাজিদ ফাহিম, জিসান, মনির, সাইমন।

বিজ্ঞাপন

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ এগিয়ে আসা দেখেই হয়তো বিত্তবানরা এগিয়ে আসবে এটাই তাদের কাম্য।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত