টেকনাফ প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত এখন পুরো বিশ্ব। এই করোনা ভাইরাসের কারণে আজ সারা বিশ্ব মহামারি আকার ধারণ করেছেন। অন্যান্য দেশের মত আজ বাংলাদেশ ও করোনা ভাইরাসের বিস্তার সংক্রমণ দেখা দিয়েছে। এই পযন্ত বাংলাদেশে প্রায় চল্লিশ জন মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যার মধ্যে মারা গেছেন পাচ জন।
তাই এই মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকার সবাই কে ঘর থেকে বের না হওয়ার জন্য মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেক মানুষের কিছু দিক নির্দেশনা মূলক কাজ রয়েছে।
এই করোনা ভাইরাস সম্পর্কে জন-সাধারণের সচেতনতার লক্ষে আতঙ্কিত না হয়ে সচেতন হতে ” রঙিখালী ভিলেজ ” পেইজের পক্ষ থেকে শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল ২৪ শে মার্চ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী গ্রামে সর্বসাধারণের মধ্যে এবং দেওয়ালে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য যে ” রঙিখালী ভিলেজ ” পেইজটি শিক্ষা সাংস্কৃতিক, খেলাধুলা, সংলাপ ও এলাকার উন্নয়ন মূলক কাজ কে মিডিয়া জগতে তুলে ধরতে ২০১৬ সালে আত্মপ্রকাশ ঘটে। সে থেকে রঙিখালীর উন্নয়ন মূলক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে আসছে পেইজটি।
তাছাড়া রঙিখালী গ্রামটি কে সারা বিশ্বের সাথে অর্থাৎ পুরো বিশ্ব যখন বর্তমানে একটি গ্রামে রুপান্তরিত ঠিক তেমনি রঙিখালী গ্রাম কে সেভাবে তুলে ধরতে অনেক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার মধ্যে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল সহ ইত্যাদি সব কিছু তৈরী করা হবে বলে জানিয়েছেন।
আর করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাই কে সচেতন হতে হওয়া একান্ত জরুরি।