মোহাম্মদ জিপন উদ্দিন,
করোনা (কোভিট-১৯) মহামারী ভাইরাসে অাক্রান্ত হয়ে ফটিকছড়ির এক যুবক ফেইসবুকে অাবেগময় স্ট্যাটাস পোষ্ট করেছেন।
করোনায় অাক্রান্ত যুবকের নাম মো.ডিপলু (২৯) Md Diplo. সে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ঝংকার সংলগ্ন গোল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত অাবুল কালামের দ্বিতীয় পুত্র। সংযুক্ত অারব অামিরাতের দুবাই এ তিনি করোনায় অাক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ফেসবুকে পোষ্ট করা তার স্ট্যাটাসটি হুবহু নিচে দেয়া হলো;
‘আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আমার প্রাণপ্রিয় বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী, আজ আমি অনেক অসুস্থ covid 19 আক্রান্ত, সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে সুস্থ করে আপনাদের মাঝে আবার ফিরিয়ে আনেন, আমি বর্তমান দুবাই একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি, কারো সাথে যদি কোন খারাপ বিহেভ করে থাকি আমাকে ক্ষমা করবেন,,,,
আর অবশ্যই আমাকে দোয়াতে স্মরণ রাখবেন। ‘