কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

এম,এ, সাত্তার:
কক্সবাজার সরকারি কলেজে নতুন কমিটির ইস্যুকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্য রক্তক্ষয়ি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে। তন্মধ্য ২জনের অবস্থা আশংক্ষাজনক বলে জানা যায়।

আজ রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে বলে সুত্রে জানা যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে পরিস্থিতি শান্ত হয়ে পড়লেও বর্তমান কলেজের পরিস্থিতি তেমন সন্তোষজনক নয় বলে জানা যায়। কলেজ ক্যাম্পাস বা বাইরে যে কোন সময় সংঘর্ষ হওয়ার অাশংকা রয়েছে বলে স্থানিয়রা মন্তব্য করেন। আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী খালেক, ইফতি,শিমুল ও শফিক। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, নতুনভাবে কমিটি গঠন নিয়ে শনিবার কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইনের মধ্যে কলেজ ক্যাম্পাসে বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে রোববার কলেজ ক্যাম্পাসে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’গ্রুপের কয়েকজন নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছুরিকাঘাতে কয়েকজন আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্মেলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মাঝে এঘটনা ঘটে। আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত শিমুল ও ইফতি দুজনই কমার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও সভাপতি গ্রুপের বলে জানা গেছে। দুজনের বাড়ি শহরের পিটি স্কুল এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here