কক্সবাজার জেলা প্রশাসক ও অর্থ মন্ত্রীর নাম দিয়ে চাঁদাবাজি একজন আটক।

কক্সবাজার জেলা প্রশাসক ও অর্থ মন্ত্রীর নাম দিয়ে চাঁদাবাজি একজন আটক।

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের নাম দিয়ে রোহিঙ্গাদের ক্রান দেওয়ার কথা বলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একটি রবি নাম্বার থেকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অর্থমন্ত্রীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণা করে টাকা চাওয়া হয়েছে। সন্ধ্যায় তাকে আটক করেছেন কক্সবাজার জেলা প্রশাসন । তার নাম সোহেল আহমদ শেখ পিতা:- মৃত করিম উদ্দিন শেখ
মাতা:- আলেয়া বেগম দরগা রোড, সিরাজগঞ্জ। কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরো বলেন এরকম প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। উক্ত মোবাইল নম্বরটির ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে কক্সবাজার জেলা পুলিশকে অবহিত করা হয়েছিল। কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন বলেন শনিবার দুপুরে একটি রবি ভুয়া সিম থেকে আমার নামে চাঁদাবাজির বিষয়টি জানানো হয়েছে আমি সাথে সাথে আইনের আওতায় আনতে কক্সবাজার জেলা পুলিশকে অবহিত করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here