কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা

এম এ সাত্তার, কক্সবাজার:
অবশেষে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করলেন জেলা প্রশাসক কামাল হোসেন।
পুরো পৃথিবীতে মহামারী আকারে রূপ নেওয়া নভেরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।গোড়া পৃথিবী নুয়ে পড়েছে। এ করোনা ভাইরাস নিয়ে যে কোন মানুষ নিদারুণ উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন। যে কারণে এ রোগ থেকে রক্ষা পেতে মানূষ ব্যতিব্যস্ত হয়ে যে যার মতো বাঁচার উপায় খুঁজতেছে। দেশের অন্যান্য জেলাতে এ ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার ব্যাপারে জানা গেলেও কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী এপর্যন্ত পাওয়ার কোন খবর পাওয়া যায়নি।

দেশের এই করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে নিজেদের সতর্কতা অবলম্বনে অবশেষে কক্সবাজার জেলাকেও লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে কক্সবাজার জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। জেলা প্রশাসনের এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here