সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন আটক ১

আপডেট:

এম এ সাত্তার:
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দিন দুপুরে জবাই করে হত্যা করেছে তাদের জাতি ভাই এক রোহিঙ্গা আরেক রোহিঙ্গাকে। আজ সোমবার ১৪ অক্টোবর, সকাল ১০ টার দিকে উখিয়া লম্বাশিয়া পাড়া এ/পূর্ব ক্যাম্পে এ ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

এ ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আবুল মনসুর। ওসি জানান, নিহত ব্যক্তি হলো রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র মৌলভী মোহাম্মদ ইউনুছ (২৫)। নিহত ইউনুসের সাথে রোহিঙ্গা নাজির হোসেনের পুত্র মোহাম্মদ ফয়সালের বোনের সাথে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল। কিন্তু কোন এক কারণে বিয়ে হয়নি। তা কিছুতেই ফায়সাল স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি। সে প্রতিশোধের আগুনে জ্বলছিল এবং ইউনুছকে মারার জন্য সুযোগ খুঁজছিল। এমন সময় নিহত ইউনুস ঘটনার আগে সকাল সাড়ে ৯ টার দিকে হত্যাকারি ফয়সালের ক্যাম্পের সামনের একটি দোকানে যাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হট্টগোল হয়। এক পর্যায়ে ফয়াসাল ইউনুসকে মাটিতে ফেলে ধারালো চাকু দিয়ে গলায় গভীর কাটা জখম করে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে সে মারা যায়।

বিজ্ঞাপন

উখিয়া থানা পুলিশ এ হত্যাকান্ডের খবর পেয়ে ইউনুসের জবাই করা লাশ উদ্ধার করে এবং থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী ফয়সালকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে উখিয়া থানা সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত