রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কক্সবাজারে বনভুমিতে গড়ে উঠা পোলট্রি শেড উচ্ছেদ করল বনবিভাগ

আপডেট:

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী রেঞ্জের আওতাধীন তোতকখালী বন বিটের কমলারঘোনা নামক এলাকায় সরকারি বনভুমিতে অবৈধভাবে গড়ে উঠা পোলট্রি ফার্ম উচ্ছেদ করেছে স্থানীয় বন বিভাগ। ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টার সময় পিএমখালীর রেঞ্জ অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মুর্গীর শেডটি ভেঙ্গে দেয়া হয়।

তোতকখালী এলাকার স্থানীয় বুদাগাজির ছেলে রফিকুল ইসলাম সাগর সরকারি বনের জমির উপর অবৈধভাবে গোপনে পোলট্রি শেডটি নির্মাণ করছিল। এই উচ্ছদ অভিযানে পিএমখালী রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, স্টাফ ছাড়াও জেলা পুলিশের একটি বিশেষ দল এবং কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহল বাহিনীর কর্মীরা উক্ত অভিযানে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে পিএমখালীর রেঞ্জ অফিসার জাহাঙ্গীর আলম বলেন তোতকখালী এলাকার সংরক্ষিত বনবিভাগের জমি দখল করে এক ব্যক্তির পোলট্রি ফার্ম নির্মাণের খবর পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে পাঠিয়ে ঘর নির্মাণ না করার জন্য নিষেধ করা হয়েছিল। এরপর সে বাধা নিষেধ উপেক্ষা করে ঘর নির্মাণ অব্যাহত রাখেন এবং বন কর্মিদেরকে নানা হুমকি দিয়ে আসছিল। তাই আমরা গত ২ মাস আগে তার বিরুদ্ধে মামলা ( বন ৩৬/১৯, সদর) করিলে কোর্ট থেকে ঘরটি ভেঙ্গে ফেলার নির্দেশনা দেওয়া হয়। সে লক্ষ্য আজ বিভিন্ন বাহিনীর সহায়তায় উক্ত বনভুমি উদ্ধার পুর্বক পোলট্রি শেডটি ভেঙ্গ ফেলা হয়। তিনি বলেন সরকারি নির্দেশনা ও সহযোগিতা ফেলে বনভুমিতে অবৈধভাবে গড়ে উঠা যে কোন স্থাপনা উচ্ছেন করতে আমরা সবসময় প্রস্তুত আছি এবং থাকব কর্মময় জীবন পর্যন্ত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত