সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কক্সবাজারে এনআইডি জালিয়াত চক্রের ৫ সদস্য আটক

আপডেট:

কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার শহরের লালদীঘিরপাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন সনদ জালিয়াত চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জালিয়াতির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালদীঘির পাড়ের জিয়া কমপ্লেক্সের একটি দোকান থেকে এসব সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রাশেদ (২১), চকরিয়ার খুটাখালী এলাকার হারুন আর রশিদের ছেলে মো. ওসমান (৩৫), পাহাড়তলী এলাকার মৃত ইলিয়াছের ছেলে শফিকুল ইসলাম (৪৮), সৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফরহাদ (২১) ও শামসুল হুদার ছেলে তাসিন হোসেন (২১)।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের এসব সরঞ্জামসহ আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত