এম, এ, সাত্তার:
কক্সবাজার জেলা প্রশাসন পৌরশহরের উর্মি বিউটি পার্লারে অভিযান করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রামান্য আদালত। গত ৩০ নভেম্বর এ অভিযান পরিচালিত করেছে বলে একটি সুত্র জানায়। কক্সবাজারে আশংকাজনক হারে গড়ে ওঠেছে বিভিন্ন নামের বিউটি পার্লার নামীয় সন্দেহজনক প্রতিষ্টান।
শহরের অলিগলি, ফ্ল্যাট বাড়ি, শপিংমলসহ বিভিন্ন কমিউনিটি সেন্টারে, এমনকি একগলি বা বিল্ডিংয়ে একাধিক দেখা মেলে বিউটিপার্লার। ক্রমান্য়ে জ্যামিতিক হারে বাড়ছে এ প্রতিষ্টান। আর এ বিউটি পার্লালের আদলে হাতিতে নিচ্ছে মোটা অংকের টাকা। অদক্ষ বিউটিশিয়ান, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের প্রসাধনী সামগ্রী ব্যবহারের কারণে ত্বক ও শরীরের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ভূক্তভোগীদের। এসব অভিযোগের তদন্ত পুর্বক এ অভিযান করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
এই ধারাবাহিকতায় অভিযোগের ভিক্তিতে বাজারঘাটা উর্মি বিউটিপার্লারে অভিযান চালালে প্রচুর নকল ও লেবেলহীন পন্য পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৫ অমান্য করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।