নিজস্ব প্রতিবেদক,
এশিয়ান টিভির ক্যামেরা জার্নালিস্ট সুজন আচার্যের বাবা রঞ্জিত আচার্য’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শোক বার্তায় মেয়র তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
সুজন আচার্যের বাবা রঞ্জিত আচার্য’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
শোকবার্তায় তিনি রঞ্জিত আচার্য’র বিদেহী আত্নার শান্তি কামনা কামনা করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিক সুজন আচার্যের বাবা রঞ্জিত আচার্য’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব পদে কাজী মহসিন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে মোহাম্মদ আলী সভাপতি এবং শামসুল ইসলাম সাধারণ সম্পাদক,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারন সম্পাদক রুনা আনসারী, এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান ওয়াহিদ জামান, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক , সাধারন সম্পাদক দীপঙ্কর দাশ বাবু প্রমুখ৷