আবদুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ দিয়ে যাচ্ছেন চরম্বা ইউনিয়নের মাইজবিলা সরকারি প্রাথমিকবিদ্যালয়ের সভাপতি চরম্বা ইউনিয়নের যুবলীগ নেতা খানে আলম ।
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া)সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও তার সহধর্মিনী মিসেস রেজিয়া রেজা চৌধুরীর নির্দেশনায় চরম্বা আওয়ামী যুবলীগ নেতা নিজস্ব অর্থায়নে চরম্বা ইউনিয়নের মাইজবিলা ৭নং ওয়ার্ড এলাকায় কর্মহীন ও অসহায় দিনমজুর ও খেটে-খাওয়া মানুষের বাড়িতে ত্রান পৌঁছে দেন। ত্রানের প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, পেঁয়াজ ,ডাল, তেল সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।
যুবলীগ নেতা খানে আলম জানান, সরকারের নির্দেশনা মেনে সবাই ঘরে আছেন। ফলে যারা রিকশা চালান, দিনমজুর সেই সব খেটে খাওয়া মানুষ দুরাবস্থা আছে।কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছে এমন সংবাদ আমার কানে এসেছে। ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছে।মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমি নিজস্ব তহবিল হতে চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাইজবিলা বিভিন্ন পাড়ায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে সম্মান এবং লজ্জার কারণে কারো কাছে হাত পাততে পারছেনা।যদি তারা আমাকে ফোন দিয়ে বলে আমি নিজে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী দিয়ে আসি।ইতি মধ্যে অনেকে ফোন দিয়ে জানিয়েছে আমি তাদের হাতে খাদ্য সামগ্রী গুলো পৌঁছে দিয়েছি।
এসময় তিনি বলে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমারদের ঘরে থাকা প্রযোজন তাই অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়ায় তা হলে তারা বাড়িতে থাকবে। না হয় খেটে খাওয়া মানুষ গুলো কাজের সন্ধ্যানে বেরিয়ে পড়বে।তাই সরকারের পাশাপাশি ধনীদেরও সহযোগীর হাত বাড়ানো আহবান করেন।তার এসহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।