এস.এইচ.জুনাঈদী,বোয়ালখালী:
সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। দেশী পণ্যে থাকবো বেশ গড়বো মোরা এক্সিলেন্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশের অন্যতম ট্রেডিশনাল ও ই-কমার্স এক্সিলেন্ট ওয়াল্ড।
১৭ই নভেম্বর এক্সিলেন্ট ওয়াল্ডের উদ্যোগে বোয়ালখালী উপজেলার চৌধুরী হাট সংলগ্ন এস.এম কনভেনশন হলে হাফেজ মনজুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে হেলথ সেমিনার এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে আতাউল করিম সম্রাটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিলেন্ট ওয়াল্ডের জি এম আবু তাহের, প্রধান বক্তা ছিলেন এক্সিলেন্ট ওয়াল্ডের স্টার রিগ্যান দেবনাথ, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এক্সিলেন্ট ওয়াল্ডের স্টার মুহাম্মদ মাইনুদ্দিন তালুকদার, জি এম এইচ এম মিজানুর রহমান, জি এম এইচ এম জসিম, বোয়ালখালী এজেন্সি হোল্ডার সামিউল ইসলাম রায়হান সহ আরো অনেকেই।
এতে অতিথিরা বলেন, সুস্থতা ও সৌন্দর্য বাড়ানো জন্য এক্সিলেন্ট ওয়াল্ডের পণ্য গুরুত্ব অপরিসীম। বর্তমানে এক্সিলেন্ট ওয়াল্ডের পণ্য দেশ-বিদেশে রপ্তানি করা হচ্ছে।
পরিশেষে বিগ বাজার সেলিব্রেটি মোহাম্মদ আবুল কাসেম, জমির উদ্দীন, মনজুর, জাহেদুল আলম, মোহাম্মদ ইমন, মনোয়ারা বেগম, নূর জাহান, জেসমিন আকতার ও সেলস অফিসার সিরাজুল মোস্তাফা, খাইরুল বশর, ইমাম হোসেন ইমামকে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।