একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করার চেষ্টা করছে – হুইপ সামশুল হক চৌধুরী

একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করার চেষ্টা করছে – হুইপ সামশুল হক চৌধুরী

প্রতিনিধিঃ কাউছার আলম,পটিয়া 

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, একটি মহল সারাদেশে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের প্রকৃত উদ্দেশ্য দেশের উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে ও জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা। এ ব্যাপারে পুলিশসহ সকলকে সোচ্চার হতে হবে।

পটিয়ায় কোন রোহিঙ্গা অবস্থান করলে তাদেরকে থানা হেফাজতে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দিতে হবে। তাছাড়া তারা যদি পটিয়ার কোন ইউনিয়ন বা পৌরসভার কোন ওয়ার্ডের ভোটার তালিকা ভুক্ত হয় এর পেছনে কারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি পটিয়ার বেশিরভাগ ক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনার বিষয়ে জনগণকে থানায় নয় বিকল্প বিরোধ নিষ্পত্তি কমিটিতে যাওয়ার পরামর্শ দেন।

এছাড়াও তিনি পটিয়াকে ইয়াবা ও মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, মাদকের সাথে কোন আপোস করা যাবে না। তিনি পটিয়ায় বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, পল্লী বিদ্যুতের জিএম আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, রাশেদ মনোয়ার, প্রদীপ দাশ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরন চৌধুরী, মাজেদা বেগম শিরু, বিজন চক্রবর্তী, আ ম ম টিপু সুলতান চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, আব্দুল খালেক চেয়ারম্যান, আবু ছালেহ চৌধুরী, আলমগীর খালেদ, পৌরসভা আ.লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, সাংবাদিক আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক প্রমুখ।

এসময় ওসি বোরহান উদ্দিন বলেন, পটিয়ার পুলিশ মাদকের সাথে কোন আপোস করবে না। তিনি জনগণকে মাদকের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে। পটিয়ার প্রতিটা শিক্ষা প্রতিষ্টানে ছেলে ধরা গুজবের ব্যাপারে সচেতনতা মূলক প্রোগ্রাম চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here