একজন সাহিত্যপ্রেমী ও কথাসাহিত্যিক “মুশফিকুর রহমান”

সায়েম মাহমুদ,
কথাসাহিত্যিক মুশফিকুর রহমান। উপন্যাস ও কবিতার মধ্যে দিয়ে যিনি ইতিমধ্যেই চট্টগ্রামসহ পুরো বাংলাদেশে সবার পরিচিত হয়ে উঠেছেন। লিখেছেন সাড়া জাগানো উপন্যাস ‘ বোবা সমাজ’। কাব্যগ্রন্থ ‘ গাই সমাজের গান’।

শিগ্রই আসছে উপন্যাস ‘আত্মার গান’ ও ‘ বিহাইন্ড দ্যা মার্ডার’। অপর কাব্যগ্রন্থ ‘ বলনা কিভাবে প্রেম হয়’।যার লেখা-লেখি দেশের সুনাম ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বাহিরের দেশেও।

কেনিয়া, তানজেনিয়া, নাইজেরিয়ায় অনুবাদ হতে শুরে হয়েছে “বোবা সমাজ” উপন্যাস, সেসব দেশের ভাষায়। যার খবর এদেশের সাহিত্য অনুরাগীরা ও কথাসাহিত্যিক মুশফিকুর রহমানের পাঠকগণ পাবেন খুব শিগ্রই।

মানুষের জীবন ও জীবিকার কঠিন বাস্তবতা ফুটে উঠে কথাসাহিত্যিক মুশফিকুর রহমানের লেখায়। যিনি লেখা-লেখির মাধ্যমে দূর করে দিতে চান দেশ ও সমাজের সকল অন্ধকার।

মানুষের হৃদয়ে প্রেম-ভালোবাসা জাগিয়ে দেয় তার কবিতার ছন্দ। আর বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি শনিবার আয়োজন করে চলেছে ‘সাহিত্য আড্ডা’।

বই বিক্রয় প্রতিষ্ঠান বাতিঘর ও রকমারিতে পাওয়া যাচ্ছে লেখকের সকল বই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here