সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালীতে উপকূলীয় পাবলিক লাইব্রেরির ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী:
বাঁশখালী উপজেলাধীন সমুদ্র তীরবর্তী এলাকায় অবস্থিত আলোকিত বাতিঘর উপকূলীয় পাবলিক লাইব্রেরি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই উন্নয়নমূলক নানামুখী উদ্যোগ নিয়েই উপজেলাধীন অবহেলিত ছনুয়া এলাকাকে শিক্ষাবান্ধব ও মডেল ছনুয়া হিসাবে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ধর্মীয়,ইতিহাস,মহামনিষীদের আত্মজীবনী, সাহিত্যিক, উপন্যাসিক ও বিজ্ঞানভিত্তিক সহ পাঠকের চাহিদা মেটাতে সক্ষম বিভিন্ন গ্রন্থাদির সমাহার থাকাই ওই এলাকার নারী-পুরুষ, আবাল বৃদ্ধসহ প্রতিনিয়তই বই লক্ষ্যে ভিড় জমাচ্ছে,,দিনদিন আরো বেশি পাঠক প্রিয় হয়ে উঠেছে স্বপ্নের বাতিঘরটি।

স্বপ্নের বাতিঘরের শিক্ষার আলোকে ছনুয়া ইউনিয়নে সীমাবদ্ধ না রেখেই ওই আলোকে দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দেয়ার প্রয়াসে  এরই মধ্যে হঠাৎ পাঠকের হাতে ঘরে ঘরে বই পৌছে দেয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওই লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক আনোয়ারুল আজিম সাঈফী। আগামী ৫ অক্টোবর থেকে লাইব্রেরির আশপাশ সংলগ্ন ছনুয়া-শেখেরখীল ও পুুুঁইছড়ি সহ তিনটি ইউনিয়নের বইপ্রেমীদের হাতে ঘরে ঘরে গিয়ে বই তুলে দেয়া হবে। একজন পাঠকের হাতে সর্বোচ্চ ১৫ দিনের জন্য বই প্রদান করা হবে।

বিজ্ঞাপন

লাইব্রেরির মনোনীত ৩ জন সদস্য ছনুয়া, পুইছড়ি ও শেখেরখীল ইউনিয়নের বইপাঠে আগ্রহী পাঠকের হাতে বই পৌছে দেয়া হবে।

উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাঈফী আনোয়ারুল আজিম জানান, এলাকার তৃণমূল পর্যায়ের মানুষকে বইমুখী করে গড়ে তোলার জন্য ঘরে ঘরে বই পৌছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া গ্রামের অনেক মহিলা দুর থেকে এসে লাইব্রেরিতে নিয়মিত বই পড়ার সুযোগ পায়না। আমাদের এই উদ্যোগের ফলে এখন ঘরে অবস্থানরত শিক্ষিত নারীরাও বই পড়ার সুযোগ লাভ করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য: ফোন করে বইয়ের জন্য বুকিং দিতে পারবে নিম্নোক্ত নম্বরে ফোন করে। সদস্যরা পাঠকের বাড়িতে পৌছে দেবে বই। এর জন্য চার্জ করা হবেনা।

বই পেতে ফোন করুন
০১৯৪৭-৮৬৫৮৭২

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত