সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইট বোঝাই এক ট্রাকের চাপায় দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে। আজ সকাল ১০.৪৫ মিনিটের সময় জামতলি ক্যাম্প-১৫-এর ই-৯ ব্লকস্থ ‘Good neighbours’-এর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ক্যাম্পে দায়িত্বরত ৮- এপিবিএন।
নিহতরা হলে কানতা (১৪)। ক্যাম্প-১৫ এর ওই ক্যাম্পের জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কান্তা।অপরজন একই ক্যাম্পের জি-২ ব্লকের আব্দুস সালামের মেয়ে নূর কলিমা(১২)
৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. কামরান হোসেন জানিয়েছেন ওই ট্রাকটি (রেজি. নং চট্টমেট্রো-ট -১২-০৭১৫) ১০ হাজার ইট বহন করে গন্তব্যে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। ট্রাকটি ‘care Bangladesh’-এর বলে জানা যায়।
তিনি আরও জানান, এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পের ভলান্টিয়ার এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম ঘটনাস্থলে নিহতদের মৃতদেহ উদ্ধারপূর্বক উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করে।
সেই সঙ্গে অভিযুক্ত চালককে ঘটনাস্থল থেকে আটক করে উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করেছে এপিবিএন পুলিশ।