টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া থেকে এনাম উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গাকে প্রায় ১৮ লাখ টাকার জাল নোটসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার সন্ধ্যায় তাকে পালংখালী স্টেশন থেকে আটক করা হয়েছে । সেই কুতুপালংয়ের সি-৯ ব্লকের বাসিন্দা হাছন আলীর ছেলে।
রোহিঙ্গা এনাম একটি অটোরিকশা ভাড়া করে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর পালংখালী বাজারে এসে ভাড়া দিতে গিয়ে ১০০০ টাকার নোট দেয়। নোটটা দেখে নকল বলে সন্দেহ হলে ড্রাইভার তাকে চ্যালেঞ্জ করে। এ সময় পালানোর চেষ্টা করে এনাম। তখন উপস্থিত জনগণ তাকে আ’টক করে তার সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করলে ১৭ লাখ ৯০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
রোহিঙ্গা এনামকে জাল নোটসহ উখিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে স্থানীয় বাসিন্দা নুরুল বশর জানান। বেশ কয়েকটি চক্র রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নজর দিলে তাদের খুঁজে বের করা সম্ভব। জাল নোটসহ আ’টক রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে আসা হয়েছে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনছুর বলেন এবং খতিয়ে দেখা হচ্ছে এর সঙ্গে কে বা কারা জড়িত।