উখিয়ার জালিয়াপালংয়ে নুরুল আমিন চৌধুরীর ত্রাণ বিতরণ

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ফলে বাংলাদেশে লকডাউন ষোষণা করা হয়েছে।ফলে অসহায় হয়ে পড়া হতদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা প্রশাসনও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। মঙ্গলবার (৩১ মার্চ) জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩,৪ ও ৫নং ওয়ার্ডের ২৭০ হতদরিদ্র পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ করেন জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল ইসলাম,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমদ, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মকছুদুল্লাহ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দীন।

এসময় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন,সারাদেশের মতো উখিয়াতে ও করোনাভাইরাস থেকে সচেতন হওয়ার জন্য উপজেলা প্রশাসন মাইকিং করে যে নির্দেশ প্রধান করেছেন তা সবাইকে মেনে চলার পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here