কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং গ্রামের গৃহবন্দি ও কর্মহীন দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
রবিবার সকালে উখিয়ার কুতুপালং বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ ত্রান সামগ্রী বিতরন কর হয়। এসময় উপস্থিত ছিলেন ৯ ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার আহমদ,আওয়ামী লীগ নেতা নুরুল হক খান,কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দীন, ছাত্রলীগ নেতা আনিসুল মোস্তফা, একরাম হোসেন,প্রত্যাশার স্বেচ্ছা সেবক মিজানুর রহমান,ইব্রাহীম মোহাম্মদ, আবদুল খালেক,রুবেল হোসেন ও জানে আলম প্রমুখ। উল্লেখ্য উখিয়ার কুতুপালং গ্রামবাসীর পক্ষ থেকে এ ত্রান বিতরন করা হয়।