ইয়ং স্টার ক্লাবের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ অনুষ্টিত

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীলে ইয়ং স্টার ক্লাবের মোহাম্মদ মোকাব্বর হোসাইন এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ গতকাল রোজ শুক্রবার (২৭শে ডিসেম্বর) অনুষ্টিত হয়েছে। রাত ৮টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শেখেরখীল মোশরফ আলী সিকদার বাড়ী জামে মসজিদের পশ্চিম পার্শ্বের মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্টিত হয়।

উক্ত উদ্বোধনী ম্যাচে শেখেরখীল ফুটন্ত পথিক ক্লাব ও ছনুয়া মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের প্রতিদ্বন্দ্বীতায় এক জমজমাট খেলা অনুষ্টিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে ম্যাচ শুরু করে এতে প্রথমে টচে জিতে শেখেরখীল ফুটন্ত পথিক ক্লাব ব্যাটিং করতে নেমে ৮ ওভারে সব উইকেট হারিয়ে ৩৬ রানের টার্গেট দেয় প্রতিপক্ষকে। প্রতিদ্বন্দ্বী টিম ছনুয়া মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব ব্যাটিংয়ে নেমে ১ রানে জয়ী হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইয়াছিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরখীল ৫নং ওয়ার্ড এর মেম্বার মোহাম্মদ জাকারিয়া চৌধুরী রুবেল, নুর মোহাম্মদ চৌধুরী ও বাংলাদেশর সিঙ্গার কোম্পানির ডিলার মোহাম্মদ মোজাহেদুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here