রবিবার, আগস্ট ১৭, ২০২৫

আল-এমদাদ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ঐতিহ্যবাহী আল-এমদাদ ফাউন্ডেশনের উদ্যোগে ভূজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় ও এতিম ছাত্রদের মাঝে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কাজিরহাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জামিয়া ইসলামিয়া ভূজপুর‌ কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসার সদর মুহতামিম আল্লামা শাহ জালাল আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জামিয়া ইসলামিয়া ভূজপুরের পরিচালক আল-এমদাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আল্লামা জুনাইদ বিন জালাল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা আবু তালেব, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি শওকত হোসেন, মুফতি আহমদুর রশিদ, মোহাম্মদ নেজাম, তারেকুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত