বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অন্যতম উপজেলা কর্ণফুলীর ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষা বিষয়ক সংগঠন আলোর প্রতীক-এর উদ্যোগে আয়োজিত আলোর প্রতীক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ইং-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধানুসারে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের রোল নম্বর তৃতীয় শ্রেণি: ট্যালেন্টপুল- ৩০০০৬, ৩০০৫০, ৩০০৭৬, এ গ্রেড- ৩০০৩১, ৩০০৪২, ৩০০৬০, ৩০০৪৮, ৩০০৪৯, ৩০০৭৩, সাধারণ গ্রেড- ৩০০০৩, ৩০০০৪, ৩০০০৫, ৩০০০৭, ৩০০১৬, ৩০০৫৩(বি), ৩০০২৭, ৩০০৩২, ৩০০৩৩, ৩০০৩৪, ৩০০৩৬, ৩০০৩৯, ৩০০৪০, ৩০০৪১, ৩০০৪৩, ৩০০৪৪, ৩০০৫৮, ৩০০৭১, ৩০০৭২, চতুর্থ শ্রেণি: ট্যালেন্টপুল- ৪০০৫৫, এ গ্রেড- ৪০০৫২, ৪০০৬৯, ৪০০৯০, ৪০১১৪, সাধারণ গ্রেড- ৪০০৩৭, ৪০০৭০, ৪০০৭১, ৪০০৮৪, পঞ্চম শ্রেণি: এ গ্রেড- ৫০০০৫, ৫০০৫৯, ৫০০৭৬, সাধারণ গ্রেড- ৫০০০৭, ৫০০১৩, ৫০০১৫, ৫০০২২, ৫০০২৫, ৫০০৪৯, ৫০০৫২, ৫০০৫৩, ৫০০৮৯, ৫০০৯০, ষষ্ঠ শ্রেণি: ট্যালেন্টপুল- ৬৮০১০(এ), এ গ্রেড- ৬০০২১, ৬০০৩৯, ৬০০৫৬, সাধারণ গ্রেড- ৬০০২৬, ৬০০৩৮, ৬০০৫৪, ৬০০৩৬, সপ্তম শ্রেণি: ট্যালেন্টপুল- ৭০০০১, এ গ্রেড- ৭০০২৯, ৭০০৩২, সাধারণ গ্রেড- ৭০০০৭, ৭০০১৪, ৭০০১৫, ৭০০১৬, ৭০০২৩, ৭০০২৭, ৭০০২৮, ৭০০৪৭, ৭০০৬২, অষ্টম শ্রেণি: ট্যালেন্টপুল- ৮০০০৮, এ গ্রেড- ৮০০০৩, ৮০০১০, ৮০০১৮, ৮০০২৩, ৮০০৩৩, সাধারণ গ্রেড- ৮০০০৯, ৮০০১৭, ৮০০৩০, ৮০০৩৪, ৮০০৪০, ৮০০৪৫।
আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখের মধ্যে ২০০ টাকা ফি প্রদান করে খাতা পূনঃনিরীক্ষণ করতে পারবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ও স্থান পরবর্তীতে ফোন করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আলোর প্রতীকের আহ্বায়ক সেলিম উদ্দিন সানী, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, আলোর প্রতীক মেধা বৃত্তি পরীক্ষা-২০১৯ এর পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী পরিচালক মঞ্জুর মোরশেদ জিশান, মোঃ রেজাউল করিম ও সমন্বয়ক মাসুক আহমেদ।