সোমবার, আগস্ট ১৮, ২০২৫

আমি পুরুষ বলেই রাজপথে আছি: হিরো আলম।

আপডেট:

আমি পুরুষ বলেই রাজপথে আছি: হিরো আলম

‘ঘরে ঘরে পুরুষ নির্যাতন চলছেই। পুরুষদের মনের কষ্টগুলো সব সময় মনের মাঝে চাপা কষ্টই থেকে যায়। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে কিছু নারী-পুরুষদের নানাভাবে নির্যাতন করছে। এসবের শক্ত প্রতিরোধ না করলে নারী নির্যাতন আইনের অপব্যবহারের কবলে আমি-আপনি সব পুরুষই নির্যাতনের শিকার হতে পারেন। পুরুষদের মনের বেদনাগুলো আত্মসম্মানের কাছে চাপা পড়ে যায়।

বিজ্ঞাপন

নারীদের স্বার্থের ব্যাঘাত ঘটলেই রাজপথে আসে এবং আন্দোলন করে। কিন্তু ঘরে ঘরে পুরুষ নির্যাতন হলেও পুরুষেরা প্রতিবাদ করতে লজ্জা পায়। কিছু কিছু নারী যৌতুক মামলার নামে ব্যবসা খুলে বসেছে, সেগুলো দেখার দায়িত্ব কার?

শনিবার (২৪ আগষ্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন’ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, স্বামীর টাকা আত্মসাৎ করে অনেক নারী পরকীয়ায় আসক্ত হয়ে চলে যাচ্ছে, এর জন্য কি আইন আছে? একজন পুরুষের ওপর পুরো পরিবার এবং সংসারের দায়িত্ব থাকে। পরিবারের জন্য একজন পুরুষ কতটুকু পরিশ্রম তথা ত্যাগ স্বীকার করতে পারে, সেটা একজন পুরুষই বোঝে।

বিজ্ঞাপন

প্রবাসে কষ্ট করে যারা দেশে টাকা পাঠিয়ে স্ত্রী-সন্তান তথা পুরো পরিবারের দেখভাল করছে, সেই প্রবাসী ভাইটিও কেমন আছেন সেটা বোঝে না কেউ কেউ।
মানববন্ধনে হিরো আলম বলেন, ‘এই দেশে নারীদের নিরাপত্তার জন্য আইন আছে কিন্তু পুরুষদের নিরাপত্তার জন্য কোন আইন নেই কেন? প্রতিনিয়ত ঘরে ঘরে পুরুষেরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। পুরুষের নিথর কান্না আর নয়, সব লজ্জা ফেলে এবার রাজপথে আসুন। পুরুষ নির্যাতনের একটি শক্ত আইনের দাবিতে রাজপথে নামুন। আমি হিরো আলম বলছি, নারীদের কাছে জিম্মি না থেকে রাজপথে আসুন। পুরুষ হলে নিশ্চয়ই রাজপথে আসবেন। আমি পুরুষ বলেই রাজপথে আছি।

সেখানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান শেখ খাইরুল আলম, মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ শুভ, তাজা খবরের বার্তা সম্পাদক নজরুল ইসলাম দয়া, অ্যাডভোকেট তানভীর এবং লিটন গাজী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত