সোমবার, আগস্ট ১৮, ২০২৫

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ইবি ডে

আপডেট:

আজ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ আলী আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডঃ আবদুল মান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ডক্টর আব্দুল হামিদ। আরো উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট এডভাইজার ডঃ মোঃ সাইফুল ইসলাম। কে আর গ্রুপের এমডি তসলিম উদ্দিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান ডঃ মোঃ শরিফুল হক।
.
ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এতে ১৫টি ব্যাচের প্রায় ৭০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন এই অনুষ্টানে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই অনুষদ থেকে প্রত্যেকে শিক্ষার্থী বিভিন্ন দূরদূরান্ত থেকে এ অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় উপস্থিত হন। প্রাক্তন শিক্ষার্থী সহ বর্তমানে অধ্যায়নরত সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । এই মিলনমেলাটি অনুষ্ঠিত হয় কুমিরা অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনেক বছর পরে পুরনো বন্ধুদের কে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা, সেলফি তোলা থেকে শুরু করে বিভিন্ন খোশগল্পে সারাটাদিন মেতেছিলেন । বিভিন্ন সময় পাস করা এই ডিপার্মান্টের শিক্ষার্থীরা। এ অনুষ্টান উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে অডিটোরিয়ামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্মৃতিচারণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মিরাক্কেল এর সেকেন্ড রানার আপ হওয়া কক্সবাজারের আরমান হোসেন।শিক্ষার্থীদের আশা এই ধরনের অনুষ্ঠান গুলো প্রতিবছর যেন হয়।

বিজ্ঞাপন

সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার অঙ্গীকার বদ্ধ হন শিক্ষার্থীরা। নিজেদের দক্ষতা, জ্ঞান ও আচরণের মাধ্যমে উক্ত ডিপার্টমেন্টের সুনাম যেন সারা বাংলাদেশের এবং বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারে এমন অঙ্গীকার পড়েন উপস্থিত সকল শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত